প্রকাশিত: Tue, Jun 27, 2023 11:22 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM

বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিন তালাকের নিন্দা মোদির

মোস্তাফিজুর রহমান: ভারতে হিন্দু-মুসলিম-খ্রিষ্টান সব নাগরিকের জন্য অভিন্ন দেওয়ানি বিধি, যাকে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বলা হয়, সেটি চালু করার পক্ষে যুক্তি দিতে গিয়ে বাংলাদেশের দৃষ্টান্ত টেনে আনেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় তিনি তিন তালাক প্রথার কঠোর নিন্দা জানান। মঙ্গলবার ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে একটি সভায় তিনি এই নিয়ে কথা বলেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা, বাংলা ট্রিবিউন

সারা দেশে ইউসিসি চালু করা ভারতের বর্তমান শাসক দল বিজেপির একটি খুব পুরোনো রাজনৈতিক এজেন্ডা। বস্তুত এই রাজনৈতিক দলটির তিনটি প্রধান কর্মসূচিই ছিল; অযোধ্যাতে রামমন্দির নির্মাণ, কাশ্মিরের বিশেষ স্বীকৃতি বিলোপ এবং অভিন্ন দেওয়ানি বিধির প্রবর্তন। এর মধ্যে প্রথম দুটির বাস্তবায়ন হয়ে গেলেও তৃতীয়টি এখনও বাকি এবং সাম্প্রতিক সময়ে বিজেপি সরকার সেই ইউসিসি চালু করার লক্ষ্যেও পূর্ণশক্তিতে এগুচ্ছে, আর প্রধানমন্ত্রীর কথাতেই তা স্পষ্ট হয়ে গেছে।

ভারতের মুসলিম সংগঠনগুলো সারা দেশে ইউসিসি চালুর বিরোধী। কারণ তারা মনে করে এতে ভারতের মুসলিমদের স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার লঙ্ঘিত হবে। ভারতের মুসলিম পার্সোনাল ল (ব্যক্তিগত আইন) মুসলিমদের বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার বা এই জাতীয় বিষয়গুলোতে তাদের যে বিশেষ অধিকার দেয়, ইউসিসি চালু হলে তা আর থাকবে না - এটা আপত্তির একটা বড় কারণ।

কিন্তু প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার স্পষ্ট করে বলেছেন, তার সরকার মনে করে এক দেশে দুরকম আইন চলতে পারে না - ব্যক্তিগত আইন বা দেওয়ানি বিধিও সব ধর্মের লোকেদের জন্য একই রকম হওয়া দরকার।

তিনি বলেছেন, ‘একটি পরিবারে সব সদস্যের জন্য যেমন একই ধরনের নিয়ম থাকা উচিত, তেমনি একটি দেশেও দুই ধরনের আইন থাকা সমীচীন নয়। মিসরকেই দেখুন, তারা একটি ৯০ শতাংশ সুন্নি মুসলিমের দেশ অথচ সেই আশি বা নব্বই বছর আগেই তারা তিন তালাক প্রথা বিলুপ্ত করে দিয়েছে।’

তিনি বলেন, তিন তালাকের পক্ষে যারা, তারা মুসলিম মহিলাদের সঙ্গে অন্যায় করছেন। এর ক্ষতিকর প্রভাব শুধু মহিলাদের নয়, পুরুষদের উপরও পড়ে। কোনও মহিলাকে তিন তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলে তার বাবা-ভাইদের উপর কী প্রভাব পড়ে, সেটা চিন্তা করে দেখুন। এর পরেই মোদীর প্রশ্ন, তিন তালাক যদি ইসলামের অপরিহার্য অংশ হয়, তা হলে মিসর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, কাতারের মতো মুসলিম দেশে কেন তিন তালাক নেই।

বিজেপি-আরএসএসের ঘোষিত কর্মসূচির মধ্যে অযোধ্যায় রামমন্দির, ৩৭০ রদ, সিএএ বাস্তবায়িত করেছে মোদি সরকার। অভিন্ন দেওয়ানি বিধি চালু করা এখনও বাকি। আগামী লোকসভা নির্বাচনের আগে এই বিধিকে বিজেপি ‘তুরুপের তাস’ করতে চাইছে বলে বিরোধীদের একাংশের অভিযোগ। কারণ, এর ফলে মুসলিম সংগঠনগুলি তাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হচ্ছে বলে আপত্তি তুলবে। আর সেই সুযোগে বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো সমস্যাগুলি তখন পিছনের সারিতে চলে গিয়ে মেরুকরণের রাজনীতিই প্রধান হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। সম্পাদনা: ইমরুল শাহেদ